জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় তথ্য আপা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় তালা বাজারে তথ্য আপা কার্যালয়ে উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেবুনেসা খানম, তথ্য আপার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মুক্তি রাণী ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহিদুর রহমান এরআগে সকালে উপজেলা তথ্য আপা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেতিত শ্রদ্ধা নিবেদনদন করেন।