সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শেখ পাড়া মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ৮-৬ গোলে কাজী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেখ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেখ স্পোর্টিং ক্লাবের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় শেখ মুস্তাফিজুর রহমান রেহান।
শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচের খেলায় অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন দল রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শেখ স্পোর্টিং ক্লাবের পরিচালক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু ও কাজী স্পোর্টিং ক্লাবের পরিচালক কাজী আঃ মহিদ। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন বনি। এসময় মাঠের কানায় কানায় দর্শক খেলা উপভোগ করে।