মহামারী করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রস্তুতির উদ্বোধন ও জেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রস্তুতি ও জেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক মো. গিয়াস উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের প্রকৌশলী আসিফ এহছান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় অতিথিবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন। এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রবিবার ১৫-ই আগস্ট সকালে মহামারী করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জেলার ৩ হাজার ২শ’ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করা হবে।