করোনায় ক্ষতিগ্রস্ত মটর শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগত অর্থ বিতরণ করছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
শনিবার বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আমিন, সজীব তালুকদার, শাহনেওয়াজ তানভির করোনা কালিন সময়ে ক্ষতিগ্রস্ত ২৭২ জন মটর শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার নগত অর্থ বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর উপহার নগত অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর সালাম, মোঃ জাকির হোসেন টিটু, শফিউল ইসলাম, শতকাত আলী, মোঃ আবুল হোসেন প্রমুখ।