গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃতি সন্তান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজি) এর সাংগঠনিক সম্পাদক এ,জিহাদুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে মুকসুদপুর উপজেলায় কর্মরত পুলিশ বাহিনী, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্হ্যসেবীদের মাঝে করোনাকালীন সময়ে নিত্য ব্যবহার্য্য পারসোনাল প্রোটেকশন ইকুপমেন্ট (পিপিই) এবং মাস্ক বিতরন করা হয়েছে।
সোমবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হায়দার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হুজ্জাত হোসেন লিটু।
এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্হ্যবিধি মেনে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃছিরু মিয়া, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি সরদার মুজিবর রহমান, যুগ্ন-সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, হাদিউজ্জামান হাদি, তারিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য মোঃ লুৎফর রহমান মোল্লা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান লিটু ,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য হাফিজুর রহমান লেবু ও মেহের মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।