সাতক্ষীরা পৌর এলাকাসহ সদর উপজেলার দুটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইস গেট দিয়ে ৫টি ইলেকট্রিক সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে এই পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান, অনীমা রানী মন্ডল, রাবেয়া পারভিনসহ ব্রহ্মরাজপুর ও ধূলিহর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিগণ।