ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যগে করোনা টিকা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা মূলক পথসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সি আই মটরস ইয়ামাহার মার্কেটিং অফিসার আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের যানবাহন পরিদর্শক আবু হাসান মল্লিক। এসময় তিনি জনসাধারনের মধ্যে সচেতনা মূলক লিফলেট, ষ্টিকার ও মাষ্ক বিতরণ করেন।
তিনি বলেন বৈশ্বিক এই মহামারীর মধ্যে ডেঙ্গু আরেক এক আতঙ্কের নাম। একমাত্র সকলের সচেতনতাই পারে এই দূর্যোগের ক্ষতি কমাতে। তিনি বলেন সকলকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এসময় বিশেষ অতিথি বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম, সহ ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস্টিজ মটরের ম্যানেজার এম.এ.শাহিন।