সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের খুশি ভাগা ভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় সদরের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার মানুষের মাঝে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে কোরবানীর গোসতো বিতরণ করা হয়েছে।
শনিবার শহরের ইসু মিয়া সড়কস্থ মুনজিতপুর মীর মহলে কোরবানীর গোসতো বিতরণ করা হয়। এছাড়াও পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে কোরবানীর গোসতো বিতরণ করা হয়। গত ৭/৮ বছর যাবৎ এমপি রবি ঈদের খুশি ভাগা ভাগি করে নিতে প্রতিবছর সাতক্ষীরার মানুষের মাঝে কোরবানীর গোসতো বিতরণ করছেন। তিন
তিনি সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে থেকেও তিনি এধরনের মানবিক কার্যক্রম করে আসছেন। গরীব দুঃখী গণমানুষের নেতা রাজনীতিবিদ সাতক্ষীরাবাসীর প্রিয় মুখ, সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের রুপকার রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির মতো একজন জনদরদী নেতা পেয়ে ধন্য।