“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু। বুধবার বিকালে পাটগাতি এলাকায় নবনির্মিত বাসস্ট্যান্ডে নানান প্রজাতির প্রায় ২০০ ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, প্রাণঘাতী ইউপি চেয়ারম্যান মো.মিলন হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।