বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে সাতক্ষীরায় মিলাদ, দোয় মাহফিল ও খাদ্য বিতারন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মাগুরা পূর্বপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় উক্ত খাদ্য বিতরন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা স্বেছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ গোলাম সরোয়ার, ইসমাইল হোসেন নিরব, এড. আব্দুল হামিদ, মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিএনপি নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে জেলা স্বেছাসেবকদলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। সে কর্মসূচির অংশ হিসেবে মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।