সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আব্দুল খালেক (৬০) নাম এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ভোরে তিনি মারা যান।
আব্দুল খালেক কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শহর ফকির আহম্মদের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মানস কুমার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন কলারোয়া উপজেলার রামকষ্ণপুরের আব্দুল খালেক।
বৃহষ্পতিবার ভোর সোয়া চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছ তার বাড়ি।
সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ২২ জন মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেলেন ৫৫ জন।