করোনা ভাইরাসের কারণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে হত দরিদ্র, কর্মহীন মানুষের মাঝে সমাজিক দূরত্ব বজায় রেখে বিদেশ ফাউন্ডেশন ও নুরিশ বাংলাদেশের অর্থয়ানে খাদ্য ও কোরবানীর গরু এবং সুখ দুখে রইবে পাশে বুয়েট ৮৭ ব্যাচের ইউএস প্রবাসীদের পাঠানো নগদ ২লাখ ৫০ হাজার টাকা আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার ২৯ জুলাই বিকাল ৫টায় চন্দনপুর ইউনিয়নের বুঝতলা মাদ্রাসা চত্বরে আসিয়াব সংস্থা পাবনার বাস্তবায়নে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরন করেন তালা-কলারোয়া ১ আসনের সংসদ সদস্য প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জরিন কান্তের সভাপতিত্ব প্রধান সম্মানায়ক যশোর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জান, আসিয়াব সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মুন্সি মাহবুবুর রহমানসহ ইউনিয়ান আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদেশ ফাউন্ডেশন ও নুরিশ বাংলাদেশের অর্থয়ানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫ টি গ্রামের হতদরিদ্র ২৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ১ কেজি লবন, ১লিটার সবিন তেল, ২টি মাস্ক ও ১টি সাবান এবং ১৫টি কোরবানীর গরু বিতরণ করা হয়।
এছাড়া বুয়েট ৮৭ বাচের ইউএস প্রবাসী বন্ধুদের পাঠানো নগদ ২লাখ ৫০ হাজার টাকা ৫০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে বিতরণ করা হয়।