গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তারই ধারাবাহিকতায় এবার গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পেশকার মো.এসকেন্দার আলী ফকির আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার বিকালে তার করোনা পজিটিভ শনাক্ত হয় বলে তাকে জানানো হয়। এর আগে তিনি নিয়মিত অফিস করেছেন বলেও তার অফিস সূত্রে জানা গেছে।
করোনায় আক্রান্ত সেকেন্দার আলী ফকিরকে তার নিজ বাড়ির আইসোলেশনে রাখা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গোপালগঞ্জের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মো.আতোয়ার রহমান অফিসের সকলকে আরো কঠোর ভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে জোর তাগিদ দিয়েছেন।
এ নিয়ে জেলা বিচার বিভাগের ৫ কর্মচারী করোনা (কোভিড-১৯) সংক্রমনে আক্রান্ত হলেন। তন্মধ্যে ৩ জন করোনা জয় করে কর্মস্থলে যোগদান করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ জাকির হোসেন উকিল।