প্রধানমন্ত্রীর দেয়া উপহার করোনা ভাইরাসের চিকিৎসা উপকরন সামগ্রী বিতরন করা হয়েছে সাতক্ষীরায়। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ কমিটির মাধ্যমে সাতক্ষীরার তিনটি উপজেলা হাসপাতালে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ সাতক্ষীরা সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলা হাসপাতালের জন্য বরাদ্দকৃত এসব চিকিৎসা উপকরন সামগ্রী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট হস্তান্তর করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.বি.এম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, পৌর আওয়ামীলীরগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা গন।