করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক দোকান কর্মচারির মৃত্যু হয়েছে।
মৃতের নাম প্রতাপ রায় (৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা গ্রামের গৌরপদ রায় এর ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার জানান, মঙ্গলবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজারের মোটর পার্টস বিক্রেতার কর্মচারি প্রতাপ রায়। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কয়েকদিন ধরে প্রতাপ রায় জ্বর ও শ্বসকষ্ট নিয়ে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে তার লাশ শেষকৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ৈ মারা গেছেন মঙ্গলবার পর্যন্ত মোট ২১ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৪ জন।