সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সুইট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে খাদ্য সহয়াতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রতিবন্ধীদের সহয়াতা ও সচেতনতা উপলক্ষে এ বিতরণ কার্যক্রম করা হয়।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় স্কুলের প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে সাবান,মাস্ক,হ্যান্ড রাব দেওয়া হয়।
প্রতিবন্ধীদের মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার ও উপকার সম্পর্কে সম্মুখ ধারণাও দেওয়া হয়।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরা এর জেলা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণগুলো প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাথণ্ডা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আল আমিনুর রশিদ, শ্রীডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলম,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরা এর টেকনিশিয়ান মোঃ শরিফুল ইসলাম, কাথণ্ডা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক রনি ও জিল্লুর রহমান প্রমূখ।