সাতক্ষীরা শহরতলীর মিলবাজারে দু’টি দোকানের টিনের চাল কেটে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর চক্রটি ওই দু’টি দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মিল বাজারের তৃষ্ণা টেলিকম এর স্বাত্বাধিকারী মিঠুন ব্যাণার্জী জানান, প্রতিদিনের ন্যয় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। দোকানে চুরি হয়েছে মর্মে খবর পেয়ে সোমবার সকালে তিনি বাজারে গেলে তার দোকানের টিনের চাল কাটা অবস্থায় দেখতে পান। তালা খুলে ল্যাবটপ, মোবাইল, সিগারেটসহ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।
মিল বাজারের প্রদীপ ডিজিটাল স্টুডিও এর স্বাত্বাধিকারী প্রদীপ সরকার জানান, সোমবার সকালে খবর পেয়ে দোকানে এসে জানতে পারেন যে চালের টিন কেটে নগদ সাড় ৫ হাজার টাকা, দু’টি বাটন মোবাইল ফোন, এক হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, একটি ফ্লাশ গান, একটি ক্যামেরার ব্যাটারীসহ ২০ হাজার টাকার জিনিস নিয়ে গেছে চোর চক্রটি।
ক্ষতিগ্রস্ত মিঠুন ব্যাণার্জী ও প্রদীপ সরকার বলেন, বাজারে নাইট গার্ড থাকতেও কিভাবে চুরি হলো সেটা তাদের বোধগম্য নয়।
মিল বাজারের নাইট গার্ড আলাচাঁদ বলেন, তিনি বাজারের একপ্রান্তে থাকাকালিন এ ধরণের চুরি হতে পারে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাকে এখনো পর্যন্ত জানাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।