সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে ত্রান, স্বাস্থ্য সুরক্ষা ও সেনেটারী ল্যাট্রিন নির্মান সামগ্রী বিতরন করা হয়েছছ। ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট ডিষ্ট্রিক্ট-৩২৮ বাংলাদেশ এর পক্ষ থেকে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে শুক্রবার দুপুরে উক্ত ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব ঢাকা ওয়েষ্টর সভাপতি নার্গিস জামায়ত এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ত্রান ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন, বাংলাভিশন টিভি চ্যানেল ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, মাই টিভির জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী, হারুনার রশিদ গাজী প্রমুখ।
ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তল, আলু, বিশুদ্ধ পানি, মাস্ক, সাবান ও সেনেটারী ল্যাট্রিন নির্মান সামগ্রী।