ইনসিডিন বাংলাদেশের আয়োজনে শিশু পাচার প্রতিরোধে ও সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসন এবং কোভিড ’১৯ শীর্ষক ম্যারেজ রেজিস্ট্রার, সামাজিক ও ধমীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পক্ততা ও করণীয় বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের তালার সুপারভাইজার মোঃ শাহাজাহান করীর।
সভায় তালা উপজেলার ১২টি ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার সকল, পুরোহিত, ইমাম ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ম্যারেজ রেজিস্ট্রার, সামাজিক ও ধমীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন ভূমিকায় বক্তারা বলেন শিশু পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ম্যারেজ রেজিস্ট্রারগনদের এলাকা থেকে অপ্রাপ্তবয়স্ক সংশ্লিষ্টদের অবহিত করেণ, বাল্যবিবাহ অ্যাফিডেভিট আমলে না নিয়ে আইনজীবী ও তাদের সহকারী বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আহনী ব্যবস্থা নেওয়া, বাল্যবিবাহে ভূয়া রেজিস্ট্রার প্রতিরোধ করা, সরকারি বেসরকারি কমিটি সক্রিয় রাখা, সরকারি জাতীয় হেল্পলাইন তথ্য সরবাহ করাসহ সার্বিক বিষয়ে সম্পৃক্ত থাকতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান।