শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে আইন শৃঙ্খলা, চোরাচালান ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ন‌ওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কলারোয়ায় চাঁদাবাজ, ভুমিদস্যু ও আদম ব্যবসায়ী তফুরার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কলারোয়ায় গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ সাতক্ষীরায় কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষে গোডাউনে মজুদ করা ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ জাতীয় ছাত্র সমাজের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ 

সাতক্ষীরা সদরের রাজনগর গ্রামের বহু অপকর্মের হোতাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৯২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের বহু অপকর্মের হোতা আলমগীর হোসেন, রবিউল ও জাহাঙ্গীর হোসেনের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার রাজনগর গ্রামের কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের আলমগীর হোসেন, শিবনগর গ্রামের রবিউল ইসলাম, রাজনগর গ্রামের জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম ও শিবনগর গ্রামের রনি, জনি, সনির নেতৃত্ব এলাকায় চাঁদাবাজী সস্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা, ঘেরে বিষ প্রয়োগ মাছ নিধন, অন্যের মাছ লুটপাটকারী ও চুরিসহ নানা অপকর্ম করে থাকেন। উক্ত সস্ত্রাসীরা আমার মৎস্য ঘেরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করেন এবং আমার চাচা মনিরুল, মিটু ও আমাকে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেছেন। এঘটনায় আমরা হাসপাতালে চিকিৎসা নেই। কিন্তু সস্ত্রাসীরা উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল খাটান। এছাড়া তারা আমাদের বাড়িতে গিয়ে গত ১২ মে ২০২১ তারিখ প্রকাশ্য খুন জখমসহ ভয়ভীতির হুমকি প্রদর্শন করেন। এঘটনায় আমার বাবা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ৬৪৮।

তিনি আরো বলেন, এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের আইনুল ও একই গ্রামের সোহরাবের নেতৃত্ব আমাদের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করাসহ চাঁদা দাবি করেন। এঘটনায় আমার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং -৬৪/৭০৩। উক্ত মামলা দায়েরের পরে তারা ক্ষিপ্ত হয়ে আবারো চলতি বছরের গত ২৫ এপ্রিল তারিখে মাদক ব্যবসায়ী আলমগীরের নেতৃত্বে উল্লেখিত আসামীরা আমার মৎস্য ঘেরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করেন এবং আমার চাচা মনিরুল, মিটু ও আমাকে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেন। এঘটনায় আমার পিতা কামরুল ইসলাম সস্ত্রাসী আলমগীর হোসেন, রবিউল ইসলাম, জনি, রনি, সনি, তরিকুলসহ ৮/৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার নং জিআর ৪৭/২৮৬। উক্ত মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও কোন আসামী এখনও গ্রেফতার হয়নি। আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। তারা আটক না হওয়ায় এলাকায় প্রকাশ্য বলে বেড়াচ্ছেন “পুলিশ ম্যানেজ করা হয়েছে, আমাদের কেউ আটক করতে পারবেন না”। এছাড়া মামলা তুলে নিতে হুমকি প্রদর্শন করছেন। এদিকে, আসামীরা কেউ আটক না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্য অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে চলেছেন। এর ফলে আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি (আজহারুল) এ সময় উক্ত সস্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!