করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তারা মারা যান।
মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), একই উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে সুভাষ চন্দ্র মন্ডল (৬৫) ও দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলকার কবীর (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালৈর আইসোলেশন (২) এ ভর্তি হন সাতক্ষীরা সদরের ওবায়দুরনগরের আব্দুর রহমান। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২১ জুলাই সন্ধ্যায় মেডিকল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদরের ব্রহ্মরাজপুর গ্রামের সুভাষ মন্ডল। রাত ১২টার দিকে তিনি মারা যান।
একইভাবে দেবহাটার শ্রীরামপুরের আলকার কবীরকে সর্দ্দি, কাশি ও জ্বর নিয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।