করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বুধবার ভোর চার টার সময় তিনি মারা যান।
মৃতের নাম আব্দুর রহিম (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুর নগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (২) এ ভর্তি হন সাতক্ষীরা সদরের ওবায়দুরনগরের আব্দুর রহমান। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে তাা লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।