সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে তৃনমূল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করতে চলছে জুম মিটিং। মহামারী করোনার এই পরিস্থিতি মথায় রেখেই মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯ টায় এ জুম মিটিং শুরু হয়।
সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় জুম মিটিংয়ে জেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ, দেশের কাহিরে অবস্থানরত শহীদ জিয়ার আদর্শের নিবেদীত সৈনিকেরাও অংশগ্রহন করেন।
বুধবার রাতের জুম মিটিংয়ের বিষয় ছিলঃ ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক। এর বাহিরে সাতক্ষীরা জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি কমিটি হঠন কল্পে গুরুত্বপুর্ণ আলোচনা হয়। এর আগেও ভিন্ন ভিন্ন বিষয়ে পৃথক তৃতীয় ধাপে জুম মিটিং অনুষ্ঠিত হয়।