বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় অজ্ঞান করে সর্বস্ব লুট, পথে পথে ঘুরছে অসহায় পরিবার! তালা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত, ইউএনও’র মতবিনিময় সভা প্রত্যা*খান! সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাতক্ষীরার দেবহাটায় টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের কর্মশালা   লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত গোবিপ্রবি ও গ্রিনটেক ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় কৃষকদের মাঝে প্রদশর্নী প্লটের সহায়তা প্রদান তালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে অংশগ্রহণমূলক প্রাক-বাজেট অ্যাডভোকেসি সংলাপ গোবিপ্রবি’তে কর্মকর্তাদের আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা

তালা উপজেলা ছাত্রদলের কমিটি: কারা আসছে নেতৃত্ব

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরার তালা উপজেলা শাখার কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে একটি আহায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের একটি বিশ্বস্ত সূত্রে। দলকে নতুন করে গোছাতে মাঠ পর্যায়ে কাজ শুরু করে আলোচনা-সমালোচনায় রয়েছেন তালা উপজেলা ছাত্রদলের একাধিক পদে প্রত্যাশী নেতা।

সূত্রে জানা যায়, কমিটি স্থান পেতে প্রার্থীরা দলীয় হাইকমান্ডসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে লবিং- গ্রুপিং চালিয়ে যাচ্ছে।
সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২১ জন ছাত্রনেতা সকাল সন্ধ্যা হাই কমান্ডের দৃষ্টি পেতে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাদের মাধ্যমে তদবীর চালাচ্ছে।

সূত্র আরও জানা যায়, এবারের ছাত্রদলের কমিটিতে ত্যাগী, সচ্ছো, হামলা-মামলার শিকার নিযার্তিত নেতা-কর্মীদের দিয়ে কমিটি ঘোষনা করা হবে। সেক্ষেত্রে দলীয় প্রোগ্রামসহ রাজপথৈ সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের যাচাই-বাচাই করৈ কমিটি আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয়াবাদী ছাত্রদল খুলনা বিভাগীয় প্রতিনিধি দল।

ছাত্রদলের বিশ্বস্ত একটি সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত হতে যাওয়া তালা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘ দিনের পরিক্ষীত ছাত্রদলনেতা হাফিজুর রহমান হাফিজ’র নাম। নতুন কমিটি দেওয়ার ঘোষনা দেওয়াতে তৃনমুলের নেতাকর্মীরা হাফিজকে সভাপতি হিসেবে দেখতে দলীয় হাইকমান্ডসহ সোস্যাল মিডিয়ায় প্রচারনা চালাচ্ছে। ছাত্রদলের তৃণমূল থেকে উঠে আসা এ ছাত্রনেতার দলীয় সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তাছাড়া হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে একাধিকবার। ত্যাগী, পরিশ্রমী, নির্ভীক, পরিছন্ন ছাত্ররাজনীতির নতুন দিকপাল, কারা নির্যাতিত ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজকে ইতিমধ্যে তৃনমূলের অনেকেই সমর্থন জানিয়ে সভাপতি করার লক্ষ্যে তার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

ছাত্রদলের নতুন নেতৃত্ব স্থান পেতে এর মধ্যে সভাপতি পদে হাফিজুর রহমান হাফিজ, মোঃ সৈকত, রিপন হোসেন, সোহেল ও সাধারণ সম্পাদক পদে রিজভী আহম্মেদ, আবীর হোসেন, আল আমিন, সালামসহ মোট ছয় জন এবং সাংগঠনিক সম্পাদক পদে আজমল হোসেন জুয়েল, এসকে ফারুক, রাসেল, মেহেদী ইমরানসহ ১১ জনের নামে দলীয় সূত্র জানা গেছে।

তবে এদের মধ্যে সবচেয়ে বৈশী আলোচনায় সভাপতি পদে শীর্ষে রয়েছেন হাফিজুর রহমান হাফিজ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন শেখ রিজভী আহম্মদ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আজমল হোসেন জুয়েল ও এসক ফারুক হোসেনের নাম।

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব ও সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, তালা উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে একটি আহায়ক কমিটি ঘোষনা করা হবে। যে কমিটির নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলনকে বেগবান করতে অগ্রণী ভূমিকা রাখবে।

উপজেলা বিএনপি সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা বিভাগীয় প্রতিনিধি দল ও জেলা ছাত্রদলের সম্বন্বয়ের মাধ্যমে একটি আহায়ক কমিটি গঠন হবে বলে জানতে পেরেছি। আশা করি যারা কমিটিতে আসবে তারা আগামী দিন দলকে শক্তিশালী করতে কাজ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!