অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার যৌথ উদ্যোগে পুলিশের সিএসআই আব্দুল কুদ্দুস এঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাটিয়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছীর সভাপতিত্বে বিদায় সম্ভাষণমূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিদায়ী অতিথি সিএসআই আব্দুল কুদ্দুসকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন কর্মকর্তাবৃন্দ। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।