সাতক্ষীরায় মৃত স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল করতে রোকসানা খাতুন তার বর্তমান স্বামীকে নিয়ে এক মুক্তিযোদ্ধার স্ত্রী বিধবা বৃদ্ধাকে খুন জখমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের দক্ষিন কামালনগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাত আলী ঢালীর স্ত্রী বৃদ্ধা মোছাঃ নুর জাহানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষা কর্মকর্তা ছিলেন। আমাদের তিন ছেলে ও চার মেয়ের মধ্যে একটি মেয়ে প্রতিবন্ধি। স্বামী জীবিত থাকায় অবস্থায় ২০১২ সালে আমার ছোট ছেলে শাহনেওয়াজ স্ত্রী রোকসানা খাতুন ও দেড় মাসের শিশু মেয়ে রেখে আত্মহত্যা করে। ছেলে মারা যাওয়ার পর রোকসানা আমাদের এখানে থাকতো না। ২০১৩ সালের ৮
এপ্রিল আমার স্বামী মুক্তিযোদ্ধা জামাত আলী ঢালী মারা যান। পরবর্তীতে রোকসানা ফিরে আসলে আমাদের নির্মাণ করে দেয়া একটি ঘরে মেয়েকে নিয়ে বসবাস করতে থাকে। এরমধ্যে বিধবা রোকসানা আলীপুর এলাকার এক অর্থলোভী ব্যক্তির সাথে বিয়ে করে আমাদের ঘর ছেড়ে দিয়ে পাশ্ববর্তী এক বাড়িতে ভাড়া থাকে।
নুর জাহানা আরো বলেন, কাজের সুবাদে আমার বড় ছেলে স্ত্রীকে নিয়ে ঢাকায় এবং মেঝ ছেলে মালয়েশিয়ায় থাকে। বিয়ে হওয়ায় অন্য মেয়েরা তাদের শশুর বাড়িতে থাকে। আমি আসহায় বৃদ্ধা প্রতিবন্ধি মেয়েকে নিয়ে স্বামীর সম্পত্তিতে বসবাস করছি। কিন্তু রোকসানার বর্তমান স্বামীর কু-নজর পড়ে আমার সম্পত্তির উপর।
বাড়িতে কোন পুরুষ মানৃুষ না থাকার সুযোগে তারা আমার স্বামীর পুরো সম্পত্তি দখলের ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে রোকসানা প্রায়ই তার স্বামীকে নিয়ে আমার বাড়িতে এসে ঘরে তালা দিয়ে দখলের চেষ্টা করে। আমার প্রতিবন্ধি মেয়েকেও বিভিন্ন ভাবে নির্যাতন করে তারা। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নানাভাবে হুমকি প্রদর্শন করে। তাদের অত্যাচারে আমি অতিষ্ট হয়ে উঠেছি। একই সাথে প্রতিবন্ধি মেয়েকে নিয়ে বর্তমানে আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি।
তিনি বলেন, আমার ছেলের ঔরষজাত মেয়ে অবশ্যই পৈত্রিক সূত্রে আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অংশ পাবে। বয়স পূর্ন হলে তার প্রাপ্য অংশ তাকে বুঝে দেয়া হবে। কিন্তু রোবসানা তার শিশু মেয়ের কথা না ভেবে অন্যত্রে বিয়ে করে ঘর সংসার করছে, আমরা তাকে সম্পত্তির ভাগ কেন দেব। মেয়ে বড় হলো সে তার দাদার সম্পতির ভাগ এমনিতেই পাবে। যে কারনে রোকসানা কৌশলে তার বর্তমান স্বামীকে ব্যবহার করে আমাদের সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
যার কারনে নানাভাবে আমাদের উপর নির্যাতন চালিয়ে দিশেহারা করে তুলছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী হিসাবে অর্থলোভী মহিলা রোকসানা ও তার বর্তমান স্বামীর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।