সাতক্ষীরা সদরের লাবসায় ঝুঁকিপূর্ণ ভবনে মোবাইল টাওয়ার নির্মাণের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে চাচার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের থানাঘাটা এলাকার ইউসুফ গাজীর পুত্র নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন শান্তি প্রিয় মানুষ। সম্প্রতি আমার চাচাতো ভাইপো ফিরোজ হোসেনের ঝুঁকিপূর্ণ ভবনে মোবাইল টাওয়ার নির্মাণ নিয়ে এলাকাবাসীর সাথে একটি বিরোধ হয়েছে। এছাড়া ওই ফিরোজের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। ফিরোজ প্রথম সেখানে টালির ঘর নির্মাণ করে। পরে কোন প্লান পাশ না করে দূর্বল বীম নির্মাণ করে তিনতলা ভবন নির্মাণ করে। তাতেও এলাকাবাসীর কোন আপত্তি ছিলো না। কিন্তু ওই ফিরোজ এলাকাবাসীর ক্ষতির কথা চিন্তা না করে শুধু মাত্র নিজের আর্থিক লাভের আশায় রবি মোবাইল সীম কোম্পানির নিকট ভাড়া দিয়েছে। কোম্পানি ওই ঝুঁকিপূর্ণ ভবনে মোবাইল টাওয়ার নির্মাণ শুরু করে। বর্তমানে বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগ লেগেই আছে।
বিশেষ করে ঝড় ধরনের ঝড় সাতক্ষীরা অঞ্চলে প্রতিনিয়ত ঘটে। ওই ভবনে টাওয়ার নির্মিত হলে প্রতিবেশী প্রায় ২৫টি পরিবারের বাড়ি ঘরের ঝুঁকির মধ্যে পড়েছে। যে কারণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। জেলা প্রশাসকের নির্দেশে ভূমি অফিসের সার্ভেয়ার তারেক ঘটনাস্থল পরিদর্শন করে ভবন নির্মানের প্লান এবং কোডের কাগজপত্র জমা দেওয়ার জন্য বলেন। কিন্তু ফিরোজ কোন কাগজপত্র না নিয়ে তালবাহানা শুরু করে। একপর্যায়ে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে এবং উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমাকে হয়রানির করার জন্য গত ১৫/৭/২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে। সেখানে আমার উত্থাপিত অভিযোগের কোন ভিত্তি নেই। ওই ভবনটি বড় জোর ২য় তলা করা যেতে পারে। কিন্তু ফিরোজ ঝুঁকি নিয়ে ৩য় তলা করেছে। আবার তার উপরেই বড় টাওয়ার নির্মাণ করে পাশ্ববর্তী বসবাসকারী প্রায় ২৫টি পরিবারকে জীবনের চরম ঝুঁকির মধ্যে ফেলছে। যে কারণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই ভবনের টাওয়ার নির্মানে বাধা দেয়। সেখানে আমার কোন বিষয় ছিলো না। ফিরোজ স্থানীয় আসানুর, জিয়ারুল ও আকবর আলীর কু পরামর্শে আমার বিরুদ্ধে এধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি ওই এলাকার একজন বাসিন্দা হিসেবে এলাকাবাসীর জীবনের ঝুঁকির মধ্যে রেখে সেখানে টাওয়ার নির্মান বন্ধ রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।