সাতক্ষীরা সদরের ৬ নং ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ সামছুর রহমান সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মাফুজা খতুন।
শুক্রবার ১৭ জুলাই সকাল ১১টায় পলাশপোল কাওছারের হোটেলে ভূমিহীন সমিতির ভোমরা শাখার এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যড ফাহিমুল হক কিসলু।
অনুষ্টানের শুরুতেই সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও নিরবতা পালন করা হয়। এছাড়াও সম্মেলনে আরো উপস্তিত ছিলেন জেলা ভুমিহীন সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।