সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সকলকে কাঁদিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে সদরের ফিংড়ি ইউনিয়নের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। তিনি তার জীবদ্দশায় নিজের জীবনকে আত্মমানবতার সেবায় ব্যয় করে গেছেন। মহান আল্লাহর কাছে মরহুম আবুল খায়ের সরদারের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পটাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, কার্যকরী সদস্য মোহাম্মদ আবু সায়ীদ ও শেখ তহিদুর রহমান ডাবলুসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সকল নেতৃবৃন্দ।
এদিকে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য আবুল খায়ের সরদারের মৃত্যুতে সাতক্ষীরার নিজ গ্রাম ফিংড়িসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আবুল খায়ের সরদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।