ট্রাকের ধাক্বায় এক মোটর ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল আওয়াল (২৮)। সে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার রফিকুল ইসলামের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মৃতের স্বজনরা জানান, আব্দুল আওয়াল প্রতিদিনের ন্যয় বৃহষ্পতিবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল বের হয়ৈ নিউমার্কেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান যাছিচ্ছেন। সকাল ১১টার দিকে তিনি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে জ্যামে দাঁড়িয়ে যান। এ সময় পিছন থেকে একটি পণ্যবাহি ট্রাক তাকে ধাক্কা দৈয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।