সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৯৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। ২০৯৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত ৪২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।
তাদের মধ্যে ১৬৮ জন সুস্থ হয়েছেন, ১০ জন মারা গেছেন, ২২৪ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ২২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। জেলায় মোট ২৪৬ জন আইসোলেসনে আছেন।
মোবাইল কোর্টের তথ্য:
করোনা ভাইরাস প্রতিরোধে জেলাব্যাপী সচেতনতামূলক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টে সর্বশেষ ৩ টি অভিযানে ৫ টি মামলায় ৩৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে এখন পর্যন্ত ৪১০০ টিরও অধিক মামলায় ৪৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
গণশুনানি:
বুধবার সকাল ১১ টা থেকে জেলা প্রশাসক, সাতক্ষীরা অনলাইন গনশুনানি করেন। অনলাইন গনশুনানি জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। গনশুনানিতে সাতক্ষীরা সদর উপজেলার ৪ জন, আশাশুনি উপজেলার ৩ জন, কলারোয়া উপজেলার ৫ জন, তালা উপজেলার ৩ জন, দেবহাটা উপজেলার ৩ জন, কালিগঞ্জ উপজেলার ২ জন, শ্যামনগর উপজেলার ২ জন সহ মোট ২৮ জন অনলাইন গনশুনানিতে অংশগ্রহন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনারগণ (ভূমি) ও জেলা প্রশাসকের অনলাইন গণশুনানিতে যুক্ত হয়। জেলা প্রশাসক মানুষের সমস্যা, সম্ভাবনার কথা শুনেন এবং সমাধানে ব্যবস্থা গ্রহণ করেন।