সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় অরিন এন্টারপ্রাইজ এর খাবার পানি ও স্যালাইন বিতরণ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে মোটরযানের উপর মোবাইল কোর্ট সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার আয়োজনে স‍্যালাইন ও পানি বিতরণ  তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে “শোকসভা” আলিপুর ইউপি’র উপ-নির্বাচনে আলহাজ্ব আব্দুর রউফ পূনরায় চেয়ারম্যান নির্বাচিত সম্প্রীতির বাংলাদেশ গড়তে কালিগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী দেবহাটার কুলিয়ায় উপ-নির্বাচনে রওনকুল ইসলাম জয়ী দেবহাটার বিভিন্ন রাস্তায় ঠান্ডা পানি ও শরবত বিতরণ

সাতক্ষীরায় টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরধরে একাধিক মামলার আসামী সাতক্ষীরার আশাশুনির কচুয়া গ্রামের প্রভাবশালী জ্ঞানেন্দ্র ঢালী কৃর্তক এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে সাড়ে ৫৫ হাজার টাক ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার কুচয়া গ্রামের মৃত শশীবর মন্ডলের ছেলে ফনিন্দ্র মন্ডল এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার মৃত তারাপদ ঢালীর ছেলে একাধিক মামলার আসামী অশাশুনির কচুয়া গ্রামের প্রভাবশালী জ্ঞানেন্দ্র ঢালী গংরা আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির ষড়যন্ত্র করার পাশাপাশি খুন জখমের হুমকি দিয়ে আসছিল। আমার ভাগিনা সুশান্ত ঘোষে পাওনা ৫৫ হাজার ৫শ’ পরিশধোর জন্য টাকা নিয়ে গত ২৭ জুন সকাল ৭টার দিকে তাদের বাড়িতে যাচ্ছিলাম। প্রতিমধ্যে স্থানীয় ফজলুল সরদারের ছেলে বাবুল সরদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে সেখানে ওৎ পেতে থাকা জ্ঞানেন্দ্র ঢালী, তার ছেলে সৌরভ ঢালী, স্ত্রী লক্ষ্মী ঢালী ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে আমার উপর হামলা চালায়। তারা এসময় আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে এবং আমার কাছে থাকা ৫৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জ্ঞানেন্দ্র ঢালী গংদের কবল থেকে আমাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চলে যাওয়ার সময় তারা‌ আমাকে ও আমার পরিবারের সদস্যদের সুযোগ পেলে খুন জখমের হুমকি প্রদর্শন করে। এছাড়া এনিয়ে থানায় মামলা বা অভিযোগ দিলে ফল ভাল হবেনা মর্মে শাসিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, জ্ঞানেন্দ্র ঢালীর বিরুদ্ধে নারী অপহরণ, মানব পাচার, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। আমাকে ছাড়াও এলাকার অনেক মানুষকে মারপিটসহ তাদেরকে নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় অন্যায় করেও বহাল তবিয়তে রয়েছে সে।

ফনিন্দ্র মন্ডল আরো বলেন, বর্তমানে আমি সাতক্ষীরার একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছি। জ্ঞানেন্দ্র ঢালী হিংস্র ও প্রভাবশালী হওয়ায় আমি ভয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে সাহস পাইনি। এদিকে জ্ঞানেন্দ্র ও তার সহযোগিরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন জখমের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। ফলে তাদের ভয়ে আমি, আমার স্ত্রী ও ছেলে এবং আত্মীয়স্বজনদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি নিজেকেসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা ও তাকে মারপিট করে টাকা ছিরতাইয়ের ঘটনার প্রতিকারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!