শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি: শামস্ ইশতিয়াক শোভন ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. মাহমুদুল হাসান পলাশ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন প্রধান শিক্ষক মোমিনুল শ্যামনগরে এক নারীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে সৌদি আরবে বিক্রির অভিযোগ বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা সাতক্ষীরায় সাবেক এমপি রবির পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার পানি বিতরণ খলিলনগরে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমারের সমর্থনে পথসভা খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর মতবিনিময় দেবহাটায় আর্থিক সহায়তার চেক ও ভ্যান প্রদান

সাতক্ষীরায় ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি রক্ষার দাবীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ক্রয়কৃত সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সদর উপজেলার শিকড়ি মোল্যাপাড়ার মৃত রহমদ্দীন সরদারের পুত্র মো: আবুল হাসেম। লিখিত বক্তব্যে তিনি বলেন ১৯৮৪ সালের ১৬ আগষ্ট কুশখালি মৌজায় ২৮ শতক, দলিল নং-৭৯১২, এস,এ খতিয়ান ১৯৯০, দাগ নং-১০২৫৯, ১৯৭০ সালের ২২ জুন কুশখালি মৌজায় ১০০৮০, ১০০৮২, ১০১১৮ নং দাগ, এস,এ ৯৮৪ খতিয়ান ৪৭ শতক, দলিল নং-৪৫৭২ এবং ১৯৯৮ সালের ৪ আগষ্ট ৬২০৩ নং দলিল ২৯০৩ নং এস,এ খতিয়ান, ১০২৮৯, এস,এ খতিয়ান ২৮৯৯, দাগ নং-১০২৮৬ ও এস,এ খতিয়ান ২৯০০, দাগ নং ১০২৮৪, জমি ১৯ শতক ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু ১৯৯০ সালের মাঠ জরিপের সময় ভুলক্রমে বা যোগসাজাসে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তারা আমার দুই বোনের নাম যৌথভাবে রেকর্ড করে দেন। বিষয়টি অনেক জানার পর সাতক্ষীরা এসিল্যান্ড অফিস রেকর্ড সংশোধনের জন্য আবেদন করি। এছাড়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং-পি-১১৫/২০২০, ধারা ১৪৪। এই মামলায় বিজ্ঞ বিচারক গত ১২ জানুয়ারি বিবাদী পক্ষ আমার বোন শুকুল বিবি (৪০), তার স্বামী আব্দুল জলিল (৪২), আরেক বোন মরিয়ম খাতুন (৪২) ও তার ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আরিফ হোসেনের প্রতি নোটিশ জারী করেছেন। ১৪৪ ধারা জারির এই নোটিশ উভয় পক্ষকে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন সদর থানার ওসিকে। একই সাথে বিবাদী পক্ষকে আগামী ২৫ মার্চ আদালতে হাজির হয়ছ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, স্থাণীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল আমার বান্দার পক্ষে নিয়ে পরিষদের চৌকিদার পাঠিয়ছ আমার মাছের ঘর জোর করে মেশিন খাটিয়ে পানি সেচে মাছ ধরার পায়তারা করে। বিষয়টি থানাকে অবহিত করা হলে পুলিশ যেয়ে তা বন্ধ করে দেয়।

লিখিত বক্তব্যে হাশেম আরো বলেন, চেয়ারম্যান শ্যামলের প্রকাশ্য মদদে আমার বোন ও ভাগ্নে এসব করেছে। তারই মদদে আমার বিরুদ্ধে ইতোমধ্যে বোন শুকুল বিবি দুটি মামলা করছিলো। কিন্তু আদালত ন্যায় বিচার করেছে। বোনের দায়ের করা দুটি মামলাই আদালত খারিজ করে দিয়েছে। তিনি বলেন, জমি ক্রয়ের মূল দলিল থেকে সব কিছুতে আমার নাম। শুধুমাত্র রেকর্ড যৌথভাবে হওয়ায় সম্পূর্ণ গায়ের জোরে চেয়ারম্যানের মদদে তারা আমাকে হয়রানি করেছে।

তিনি এসব হয়রানির হাত থেকে রক্ষা পেতে এবং ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি রক্ষা করতে প্রশাসনের সহযঝগিতা কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!