সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শনে নবাগত ডিসি আরিফ -উজ-জামান শ্যামনগরের গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ আশাশুনির খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দেবো: কাজী আলাউদ্দীন দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে- মুহাঃ আব্দুল খালেক মাথাপিছু ৫০ হাজার টাকা মু ক্তি প ণে র দা বি তে সুন্দরবনের ৭ জে লে কে অ প হ র ণ তালায় অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর উদ্যোগে সাতক্ষীরায় মতবিনিময় সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের মতবিনিময়

১০দিন ব্যাপী সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ‘২৫) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, অফিস সহকারি নাসির উদ্দিন প্রমুখ।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামী ৭ তারিখে লোক নৃত্য, ৮ তারিখে কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৯ তারিখে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ১১ তারিখে দেশাত্মবোধক গান, নির্ধারিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, ১২ তারিখে ক্রীড়া প্রতিযোগিতা, ১৩ ও ১৪ তারিখে ভোমরায় রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পী সেন্ট্রাল স্কুল ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং ১৬ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী ও শিশু কিশোররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোকাররম সিদ্দিক ও তাহরিমা তাসনিম আয়েশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!