ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং করলেন সাতক্ষীরার পুলিশ সুপার।
শনিবার (০৪ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সদ্য নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
ব্রিফিংকালে পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,জুন-২০২৫ পরীক্ষায় সাতক্ষীরা জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি আরো বলেন, সামনে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে ট্রেনিং সম্পন্ন করে আদর্শ পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠতে হবে।
মৌলিক প্রশিক্ষণ শেষে দেশের প্রতি দায়িত্ব, জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে। ব্রিফিং শেষে পুলিশ সুপার মহোদয় সকলের সাফল্য কামনা করেন এবং ট্রেনিং সেন্টারে নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ, সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলগণ এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।