মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা-কে র‌্যাংক ব্যাজ পরিধান সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ভূমিসেবা পেতে সরকারি খরচের বাইরে অতিরিক্ত টাকা নিলেই ব্যবস্থা- সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পূজায় বিশৃ”ঙ্খলার চেষ্টা করলেই ক”ঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান কোটালীপাড়ায় নবীন বরন ও কৃতি শিক্ষর্থী সংবধর্না WHRO’ র নতুন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার তাগিদ দেবহাটার নোড়ারচকে মিথ্যা অ”স্ত্র মাম”লার দায় থেকে স্বামীর মু”ক্তির দা”বি বৃন্ধা স্ত্রী’র  সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি  প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার ৫ম দিনে ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেবহাটার নোড়ারচকে মিথ্যা অ”স্ত্র মাম”লার দায় থেকে স্বামীর মু”ক্তির দা”বি বৃন্ধা স্ত্রী’র 

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার নোড়ারচক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আজিজ গং কর্তৃক মিথ্যা নাটক সাজিয়ে অস্ত্র মামলায় নিরীহ মানুষদের গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরার প্রেসক্লাবে আব্দুল মোতলেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নোড়ারচক গ্রামের মোঃ আব্দুল করিম পাড়ের স্ত্রী মোছাঃ জরিনা খাতুন এই অভিযোগ করেন। একইসাথে তিনি তার স্বামীর নামে দায়ের করা মিথ্যা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী একজন বয়োবৃদ্ধ, অসুস্থ মানুষ। তিনি প্রতিদিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর বাড়ির পাশে নিজেদের ঘেরে ছিলেন। বিকাল ৪টার দিকে নোড়ারচক গ্রামের  মৃত জাবেদ আলী পাড়ের ছেলে রাজ্জাক, মৃত সোবহান মৌলভীর ছেলে রিয়াজ ও একই এলাকার আবদার আমাদের বাড়িতে ঢুকে আমার স্বামীকে খোঁজ করে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গোপনে তারা বাড়ির বাইরের টয়লেটে কিছু একটার রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আসরের আযান পড়লে আমার স্বামী নামাজ পড়ার জন্য ঘেরের বাসা হতে বের হয়ে মসজিদের দিকে যেতে থাকলে পথিমধ্যে রিয়াজ ডাক দেয়। কিন্তু তার কথা না শুনে তিনি মসজিদের দিকে যেতে থাকেন। এসময় গাজীরহারটের আজিজের নেতৃত্বে প্রায় ১০/১২ জন পুলিশ এসে আমার স্বামীর হাত ধরে আটক করে বললো তোমার বাড়িতে অস্ত্র আছে চলো দেখবো।

তখন তারা পুলিশ নিয়ে তাদেরই রাখা অস্ত্র বাথরুম থেকে বের করে আনে। এভাবে সিনেমা স্টাইলে নাটক সাজিয়ে আমার বৃৃৃদ্ধ (৬৫) ও  অসুস্থ্য স্মামীকে মিথ্যা অস্ত্র দিয়ে জেলে পাঠিয়েছে। আমি এহেন মিথ্যা এবং সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জরিনা খাতুন আরো বলেন, আজিজ নোড়ারচক এলাকায় ঘের দখল করার জন্য এহেন সাজানো নাটক সাজিয়ে আমার নিরীহ স্বামীকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। অথচ তার মত একজন বুদ্ধ মানুষের পক্ষে একাজ করা কখনো সম্ভব নয়। এটা সম্পূর্ন সাজানো নাটক। উল্লেখিত ব্যক্তিদের সাথে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা এহেন হীন কাজ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আজিজ একজন ভূমিদদস্যু, দখলবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। এছাড়া রিয়াজ, রাজ্জাক ও আবদার এলাকায় সর্বদা মারামারি, চাঁদাবাজী, অন্যের ঘের দখল, লুটতরাজ, বোমাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।

আমরাও যেন এব্যাপারে মুখ না খুলি এবং কোন পদক্ষেপ না নেই সেজন্য তারা সর্বদা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। তাদের ভয়ে বর্তমানে আমি ও আমার পরিবার মানবেতর জীবন যাপন করছি।

তিনি তার নিরাপরাধ স্বামী আব্দুল করিম পাড়েরকে মিথ্যা অস্ত্র মামলার দায় থেকে অব্যহতি দিতে এবং স্বামীকে ফাঁসানো চক্রান্তের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!