রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলার ট্রাক মালিক সমিতির জরুরী সভা আগামী ৩০ মে সাধারণ সভা তালায় ১১৫ শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ শেষবারের মত ৩০ জুন ২০২৪ পর্যন্ত জরিমানা ব্যাতীত খেলাপি মোটরযান হালনাগাদ করার সময় বৃদ্ধি সারাদেশের ন্যায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের ৮ কর্মকর্তার একযোগে পদত্যাগ সস্ত্রীক পবিত্র হজ্জ্ব ব্রত পালনে যাচ্ছেন সাবেক কমান্ডার শহিদুল ইসলাম ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে পানি-খাবার স্যালাইন-মাথার ক্যাপ বিতরণ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি’র  তৃষ্ণার্তদের মাঝে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে বিশুদ্ধ খাবার পানি বিতরণ সাতক্ষীরা শহরের ফারাজানা ক্লিনিকে ভুল অপারেশনে প্রসুতি মায়ের মৃত্যু

কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সস্ত্রাসী হামলা, আহত-১

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সস্ত্রাসী হামলা হয়েছে। এঘটনায় সোমবার দুপুরের দিকে কলারোয়া থানায় ৩জনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে।

আহত প্রধান শিক্ষক আব্দুর রব সাংবাদিকদের জানান-তিনি সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার অফিস কক্ষের তালা খুলতেই অতর্কিত ভাবে সস্ত্রাসী আব্দুর রকিব, মনিরুজ্জামান ও মাহফুজা খাতুন তাকে কোন কারন ছাড়াই অফিস কক্ষের মধ্যে ধরে নিয়ে সেখানে তারা তাকে বলে কেন ডিজির কাছে অভিযোগ দেয়া হয়েছে এবং সে অভিযোগের কপি দেখতে চান তারা। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের মধ্যে ফেলে কিল, ঘুষি ও পায়ের জুতা দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। এসময় তারা অফিস কক্ষের বিভিন্ন কাগজ পত্র ছিড়ে ফেলে ক্ষতিগ্রস্ত করে। পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে আহত প্রধান শিক্ষক শিক্ষক আব্দুর রবকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহত প্রধান শিক্ষক আব্দুর রব আরো জানান- আব্দুর রকিব তার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মনিরুজ্জামান সহকারী শিক্ষক ও মাহফুজা খাতুন সহকারী শরীর চর্চা শিক্ষক। দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে তারা তিনজন প্রধান শিক্ষককে বিনা কারনে হয়রানী করে আসছে। সে কারনে প্রধান শিক্ষক ডিজির কাছে তাদের বিরুদ্ধে লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের কথা জানতে পেরে তারা সোমবার বেলা সাড়ে ১০টার দিকে পূর্বে পরিকল্পিত ভাব এই হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি এসকল ঘটনার কথা উল্লেখ করে কলারোয়া থানায় ৩জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযোগটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নাটকিও কায়দায় একটি কথিত সাংবাদ সম্মেলন করেন মনিরুজ্জামান বলে জানা গেছে। এবিষয় কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন বলেন, আহত প্রধান শিক্ষক আব্দুর রব এর পক্ষ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে কলারোয়া থানার ডিউটি অফিসার ইসরাফিল হোসেন বলন-জিকেএমক পাইলট হাইস্কুলের শিক্ষিকা মাহফুজা খাতুনের একটি অভিযোগ তার কাছে জমা দিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!