
সাতক্ষীরার তালায় রাতের আঁধারে প্রত্যন্ত এলাকার গ্রাম ও বাজার ঘুরে শীতার্থ বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। দরিদ্র ভ্যান চালক, হাসপাতালের রোগী, মানসিক প্রতিবন্ধী, রাস্তার ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে ঘুরে নিজ হাতে কম্বল দিচ্ছেন তিনি।
রবিবার ( ৪জানুয়ারী ‘২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তালা হাসপাতাল , খলিলনগর ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। কম্বল পাওয়া একাধিক ব্যক্তি বলেন, শুনেছি প্রতিবছর সরকারের পক্ষ থেকে কম্বল দেয়া হয়। এবার আমরা পেয়েছি। কনকনে শীতে তারা কম্বল পেয়ে মহাখুশি।