শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌতলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও শিবিরের বিক্ষোভ সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হা দী হ ত্যা কা রী দে র বি চা রে র দা বি তে তা লা য় আ গু ন জ্বা লি য়ে বি ক্ষো ভ মি ছি ল! সাতক্ষীরায় জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চার জেলার সাংবাদিকদের চারদিনের প্রশিক্ষণ শুরু দুদক উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ ফেসবুক গ্রুপের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত ১শ’ স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর ‘২৫) সকাল নয়টায় উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে সকাল ৯টায় সুন্দরবন উপকূলীয় এলাকার শীতার্ত দুস্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল এবং ১শ স্কুল পড়ুয়া মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ পরবর্তীতে সকাল ১১ টায় কলবাড়ী নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরো ১ হাজার কম্বল বিতরণ করা হয়৷ 

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে গ্রুপের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ করা হয়। শীতপ্রবণ ও দরিদ্র অধ্যুষিত এলাকাগুলো বাছাই করে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে শীতের কষ্ট লাঘবে কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় অসহায় মানুষ।

এছাড়া শিক্ষা সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারের ১শ’ স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণ করা হয়, যাতে বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সংযুক্ত ছিল। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং ঝরে পড়া রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এর সমন্বয়ে অনুষ্ঠানে বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুর করিম, উক্ত গ্রুপের মডারেটর জয়নুল আবেদীন জয়, সদস্য ফয়সাল বিন আলম, আলমগীর কবির রুবেল, গোপাল, শান্ত, লিপি, শিলা, এবাদুল, পারভেজ, মোস্তাফিজ, জিয়া, রানা, তমাল, আসিব, জানি, সারওয়ার, এসআই সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

গ্রুপের উদ্যোক্তারা জানান, এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শুধু বন্ধুত্ব রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এমন সংগঠনের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!