
সাতক্ষীরার তালায় ছাত্র জনতার উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ উসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে তালা বাজারে খুলনা-পাইকগাছা সড়কের তিন রাস্তা মোড়ে টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। এসময় তারা ফ্যাসিষ্ট হাসিনা ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর ‘২৫) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার, এনসিপি জেলা সদস্য নুসরাত জাহান, ছাত্র প্রতিনিধি মীর জাফিরুল ইসলাম, মেঃ শাহজালাল, মীর তমাল, মেহেদী হাসান, মীর ইমরান, নয়ন, জাতীয় যুব শক্তির শাহরিয়ার আল মুজাহিদ প্রমুখ।