শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌতলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও শিবিরের বিক্ষোভ সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হা দী হ ত্যা কা রী দে র বি চা রে র দা বি তে তা লা য় আ গু ন জ্বা লি য়ে বি ক্ষো ভ মি ছি ল! সাতক্ষীরায় জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চার জেলার সাংবাদিকদের চারদিনের প্রশিক্ষণ শুরু দুদক উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

দুদক উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ‘২৫) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“সাতক্ষীরার সম্মানিত মানুষগুলোকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আমি একজন সরকারি কর্মচারী হয়ে বলছি সাতক্ষীরা জেলা আমার কাছে অনেক গৌরবের ও সম্মানের। সাতক্ষীরা জেলার মানুষ অনেক সুন্দর।”

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মহসিন আলী ও উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. আনিছুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, অধ্যক্ষ রেজাউল করিম, মো. সাকিবুর রহমান, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, এডভোকেট মো. মুনিরুউদ্দিন, নাজমুল আরিফ, মো. সাহাবুদ্দিন, এনামুল কবির খান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!