
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় মো: গোলাম রসুল (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পুরাতন সাতক্ষীরা পশ্চিম পাড়া গ্রামের মো: খোদাবকস মোড়লের বড় ছেলে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর ‘২৫) বিকাল সাড়ে তিনটায় নিজ বাড়ি থেকে পুরাতন সাতক্ষীরা নিজ ব্যবস্যা সরবত ও পানের দোকানে আশার সময় আলিয়া মাদ্রাসার সামনে পৌছালে সড়ক দূঘটনার কবলে পড়ে।
এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার কারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ ডিসেম্বর ‘২৫) সকাল ১০:২৫ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।