শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌতলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও শিবিরের বিক্ষোভ সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হা দী হ ত্যা কা রী দে র বি চা রে র দা বি তে তা লা য় আ গু ন জ্বা লি য়ে বি ক্ষো ভ মি ছি ল! সাতক্ষীরায় জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চার জেলার সাংবাদিকদের চারদিনের প্রশিক্ষণ শুরু দুদক উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

সাতক্ষীরায় যাত্রীবাহি বাস ইজিবাইকের উপর উ ল্টে নি হ ত-১, আ হ ত-৭

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের উপর উল্টে যাওয়ায় যাত্রীবাহি বাসের সুপারভাইজার নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ‘২৫) বিকেল তিনটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে রাস্তায় যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম শাওন ইসলাম (৩৩)। তিনি খুলনা সদরের সোনাডাঙা এলাকার বাবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০) , সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) ,বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ফাইম হোসেন জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস বিনেরপোতা ব্রীজের দক্ষিণ পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকটি চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। ইজবাইকে থাকা দুইজন যাত্রী গুরুতর জখম হলে তাদেরকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। এ সময় যাত্রীবাহি বাসটি (বগুড়া-জ-১১-০০৩৮) উল্টে যাওয়ায় নিহত হন সুপারভাইজার শাওন ইসলাম। তিনিসহ কমপক্ষে সাতজন যাত্রী জখম হন। এ ঘটনার পরপরই দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!