
কুলতিয়া ঘোষ পাড়া কালী মন্দিরে অষ্ট প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ‘২৫) বিকালে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া ঘোষ পাড়া কালী মন্দিরের সভাপতি বাপী ঘোষের সভাপতিত্বে নামযজ্ঞের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো উন্নয়নে ৩১ দফায় হিন্দুধর্মালম্বীদের নিরাপত্তা ও সম্প্রীতির কথা উল্লেখ করেছেন। আমরা একে অপরের পাশে থাকবো। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসব এটাই হলো সম্প্রীতি। তিনি আরো বলেন, সংখ্যালঘু বলার কোন সুযোগ নেই। হিন্দু মুসলিম সকলের এদেশে জন্ম।
অসাম্প্রদায়িক, নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন।