সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের সাথে প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়
✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
৫১
বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ‘২৫) সকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। আপনাদের মর্যাদা অপরিসীম। আপনারা জানেন জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন দিয়েছেন। ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই। আমার একমাত্র সন্তান ২০১১ সালে গুম হয়েছে। আমি একজন সন্তানহারা অসহায় পিতা। আমার দুই পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম আমার সাথে আছে।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাতক্ষীরা উন্নয়নে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মোস্তানসির বিল্লাহ, দর্শন বিভাগের প্রফেসর আব্দুল জব্বার প্রমুখ। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।