বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাটকেলঘাটা থানা ও খলিষখালি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে নবাগত পুলিশ সুপার সাতক্ষীরা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন  আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ  সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রতিবেশী দাদা কর্তৃক ৮ বছরের শি শু কে ধ র্ষ ণে র অ ভি যো গ সাতক্ষীরার সাবেক পিপি ও পুলিশের ৩ কর্মকর্তাসহ ৫ জনের নামে আ দা ল তে চাঁ দা বা জি মা ম লা তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে লবি মিটিং শ্যামনগরের আইডিয়াল স্কুল অ্যান্ড ক লে জে দুঃ সা হ সি ক চু রি: ন গ দ অ র্থ ও ল্যা প ট প উ ধা ও! এলাকাবাসীর মধ্যে চ র ম উ দ্বে গ

দেবহাটায় প্রতিবেশী দাদা কর্তৃক ৮ বছরের শি শু কে ধ র্ষ ণে র অ ভি যো গ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ৬০ বছর বয়সী প্রতিবেশী দাদা মানিক গাজী কর্তৃক ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ‘২৫) সকালে উপজেলার টাউনশ্রীপুর ইউনিয়নের চর রহিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মানিক গাজী (৬০) ওই গ্রামের মৃত মাদার গাজীর পুত্র।

নির্যাতিতা শিশুটির মা জানান, মঙ্গলবার সকালে তার কন্যা শিশুকে তার প্রতিবেশী দাদু মানিক গাজী মুরগির বাচারূ খেতে দেওয়ার নাম করে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। পরে তিনি বিষয়টি তার কাছে জানার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো জানান, এ ঘটনার পর বিষয়টি তার (শিশুটির মায়ের সাথে) সাথে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে বলেন, তুমি তোমার মাকে বিষয়টি জানালে তোমার মা কিন্তু তোমাকে মেরে ফেলবে। তিনি এসময় এ ঘটনায় জড়িত মানিক গাজীর উপযুক্ত শাস্তি দাবী করে বলেন, এর থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারেন।

নির্যাতিতা শিশুটির নানা আব্দুল হালিম বলেন, নানা হিসেবে নয়, সমাজের একজন মানুষ হিসেবে এই জঘন্যতম কর্মকান্ডের জন্য ছোট একটি শিশুর সাথে যে এ ঘটনা ঘটিয়েছে তাকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। এই শাস্তি থেকে সমাজের আরো মানুষেরা যেন শিক্ষা নিতে পারে এবং এ ধরনের ঘৃণতম কাজ আর কেউ যাতে না করতে পারে।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী দাদা মানিক গাজী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে তারা আরো জানান।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবদুর রহমান জানান, শিশুটি গত রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তির পর দায়িত্বরত চিকিৎসক তখনই তার পরীক্ষা নিরীক্ষা করেন। শিশুটি বর্তমান গাইনি চিকিৎসকের তত্বাবধান রয়েছে। এর পাশাপশি প্রেসিকিউট যে গুলো করার দরকার সেগুলো চলছে পাশাপাশি চিকিৎসাও চলছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, অভিযুক্ত মানিক গাজীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তিনি আরো জানান, শিশুটির পরিবার বর্তমানে তাকে চিকিৎসা সেবা দেয়ার জন্য ব্যস্ত রয়েছেন। তারা এলেই মামলা রেকর্ড করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!