মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ধানেরশীষের প্রার্থী কাজী আলাউদ্দীন তালায় বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে পুরষ্কার প্রদান তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত খুলনার আভা সেন্টারে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক সংলাপ অনুৃষ্ঠিত সাতক্ষীরার কুখরালীতে গোলাম রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন বাংলাদেশকে সিঙ্গাপুরের মত পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামকে ক্ষমতায় আনতে হবে: মুহাদ্দিস আব্দুল খালেক বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দীন গোপালগঞ্জে সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করলে অপরাধ মুক্ত জেলা গড়ে তোলা সম্ভব- নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  উত্তরণের ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপের সভা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ধানেরশীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর ‘২৫) রাতে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে উক্ত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিএনপি মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, আমাদের সময়ে ছেলে-মেয়েরা তাদের চিন্তা চেতনার উৎকর্সতা সাধন করতো খেলাধূলার মাধ্যমে। তারা তখন তাদের নিয়ে ভাবতো, দেশ ও জাতিকে নিয়ে ভাবতো।  কালের বিবর্তনে পাশ্ববর্তি  রাষ্ট্রেরগড়ে ওঠাবেশ কিছু মাদক দ্রব্য এমন ভাবে আমাদের দেশে পুশ করা হচ্ছে এতে আমাদের কোমলমতি ছেলেরা ও ভবিষৎ প্রজন্মের যুবকেরা তারা নির্দিধায় ভুল করে নিজেদের জীবন কে ধ্বংস করে দিচ্ছে।  

সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযোদ্ধা রনাঙ্গনের বীর উত্তম সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম একটি যুব মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেণ। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন খেলাধূলার সামগ্রী বিতরণ সহ ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, স্টেডিয়াম নির্মাণ করে যুবক সমাজ কে খেলাধূলার মধ্যে সম্পৃক্ত  করার চেষ্টা করেছেন।  তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসরি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন গণতন্ত্রের নেত্রী সেই যুব মন্ত্রণালয় কে আরো আধুনিকায়ন করে তৎকালীন একজন যুবকমন্ত্রী ফজলুর রহমান কে দায়িত্ব দিয়ে তিনি এটাকে আরো সমৃদ্ধশালী কলার চেষ্টা করেছেন। সে কারনে আমি নির্বাচিত সংসদস সদস্য হিসেবে দায়িত্ব থাকা অবস্থায় অনেক ক্রিকেট সামগ্রী, অনেক ফুটবল সামগ্রীসহ কাবাডি সামগ্রীসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ক্রীড়া মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে বিতরণ করতে সক্ষম হয়েছি। যে সক্ষমতার কারনেই তেতুলিয়া হাইস্কুল প্রাঙ্গনেই ক্রিকেট খেলা দিয়েই শুরু করে মোস্তাফিজুর রহমান সৃষ্টি হয়েছিলো। মাদকসেবী ছেলেরা মাদকাসক্তেকে আসক্ত হয়ে তারা শুধু নিজেদের জীবনকে ধ্বংস করেনাই, তারা তাদের পরিবারকে অনিশ্চয়তায় ফেলছে। সমাজের ঘৃর্ণিত কাজ তাদের দ্বারা সংঘটিত হচ্ছে, রাষ্ট্রের নিষিদ্ধ কাজগুলোও তাদের দ্বারা সংঘটিত হচ্ছে। এবং সামাজের ছোট খাটো বিষয় নিয়ে বিরোধে জীবননাশের ঘটনাও ঘটছে। তাই আমি আজকের যারা আয়োজক তাদের কে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।  

আগামী নির্বাচনে আমি ধানেরশীষ প্রতিকে জয়লাভ করতে পারলে ছেলে-মেয়েরদের খেলাধূলার পরিবেশ সৃষ্টি করতে সর্বাত্বক সহযোগিতা করবো।      

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেনের সভাপেত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাজমুল হোসেন, উপজেলা জাসাস’র আহ্বায়ক মোঃ মুরশিদ আলী গাজী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, মৌতলা ইউনিয়ন বিএনপিন সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ জাহাঙ্গীর আলম।

এছাড়া উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড মেম্বার গাজী ফারুক হোসেন, জেলা তরুণদলের সিনিঃসহ সভাপতি সুলতান মাহমুদ, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা তরুণদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিঃ সহসভাপতি জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোসলেম সরদার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, হাসান আলী সরদার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!