
খুলনা ও সাতক্ষীরা হ্যাচারি মালিক ও চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাথে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ‘২৫) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর আয়োজনে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাসচিব গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) নির্বাহী কমিটির সদস্য সুলতান আহমদ বুলু চৌধুরী, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বিশ্বনাথ ঘোষ, সেব নির্বাহী কমিটির সদস্য সালেহীন রহমান, ট্রেজারার আনিছুর রহমান, শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সেক্রেটারি ও আল-আকসা হ্যাচারীর পরিচালক নজরুল ইসলাম, গোল্ডেন এ্যাকুয়া শ্রিম্প হ্যাচারীর পরিচালক শহিদুল আলম চৌধুরী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একে ফিসের পরিচালক রুহুল কুদ্দুস, মেসাস রাসেল এন্টারপ্রাইজের মনিরুল ইসলাম, পাপড়ী ফিসের রুহুল আমিন, ফিস প্যালেসের ওবায়দুর রহমান লিটন, মেঘনা হ্যাচরির স্বত্বাধিকারী ইদ্রিস বাবু, মেসার্স শেখ কিসের মুজিবুর রহমান, মেসার্স ফাতেমা ফিসের মাওলানা আবু তালহা প্রমুখ।
এ সময় খুলনা ও সাতক্ষীরা হ্যাচারি মালিক ও চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সদস্যরা ছিলেন।