রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

তালার পাটকেলঘাটায় ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মদ, জুয়া, হিরোইন, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলে সমাজকে সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় ইমাম, মুয়াজ্জিন ও উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ‘২৫) সকালে সাড়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল্লাহ। সরুলিয়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সহ-সভাপতি মাওলানা জিয়াউল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন, জাতীয় ইমাম সমিতির জেলা অর্থ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম বেলালী, উলামা বিভাগের তালা উপজেলা সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, জেলা ফোরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা জিএম কাউসার আলী ও মাওলানা রেজাউল করিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইমামরা সমাজের ধর্মীয় নেতা, তারা যদি মসজিদে সচেতনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন, তবে সমাজ থেকে মদ, জুয়া, হিরোইনসহ বিভিন্ন অপরাধ অনেকাংশে কমে যাবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত, জুয়ামুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ গঠনে ইমাম ও ওলামায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় অবহেলিত ইমাম–মুয়াজ্জিনদের ন্যায্য দাবি–দাওয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!