
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক পিকনিক উপলক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার কার্যালয় শুক্রবার (১৪ নভেম্বর ‘২৫) বিকালে অনুষ্ঠিত হয়।
অত্র সংগঠন এর সিনিয়র সহসভাপতি ডি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমণ ট্রাইব্যুনাল এর পিপি এডভোকেট শেখ আলমগীর আরশাফ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট এবি এম সেলিম, এডভোকেট মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অর্থ সম্পাদক ডাক্তার মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক একরামুল কবীর, সমাজ কল্যাণ সম্পাদক নাহিদ হাসান, তথ্য বিষয়ক সম্পাদক ও শিক্ষক আলম মোর্তজা, জাহাঙ্গীর হোসেন, জি এম আবু জাফর, রবিউল ইসলাম, ডি এম আশিক, আলমগীর হায়দার, মোকারাম বিল্লাহ ইমন, শেখ মিজানুর রহমান, সামিউল ইসলাম মনটি, আলী হোসেন, ডাক্তার মাসুম বিল্লাহ, শাহজাহান আলী, ফিরোজ হোসেন প্রমূখ।
আলোচনা সভায় সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক পিকনিক আগামী ১৯ ডিসেম্বর যশোর গতখালী সর্ব সম্মতি ক্রমে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়। উক্ত পিকনিক উৎযাপন এর জন্য এডভোকেট মিজানুর রহমান বাপ্পিকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।